ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খেলাপিদের কৃষি ঋণ না দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলাপিদের কৃষি ঋণ না দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : খেলাপিদের কৃষি ঋণ না দিতে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, কৃষি খাতের খেলাপি ধরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষি খাতের খেলাপি কোনো ব্যক্তি নতুন করে কৃষি ঋণ পাবেন না। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে এক টাকা থেকে শুরু করে যেকোনো অংকের বকেয়ার তথ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে।

বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার সন্ধ্যায় এ নির্দেশনা জারি করে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণখেলাপি যেন কৃষি ঋণ না পান, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী স্বাক্ষরিত নির্দেশনায় আরো বলা হয়, নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কৃষিক্ষেত্রে খেলাপি ঋণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এ খেলাপি ঋণের লাগাম টানতেই এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের এপ্রিলে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ঋণের ক্ষেত্রে এক টাকা খেলাপি হলেও ওই গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানানো বাধ্যতামূলক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হচ্ছে। শুধু ঋণ প্রস্তাব দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপিদের ক্ষেত্রেই নয়, একই অবস্থা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রেও। এখন ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে কেউ এক টাকার খেলাপি হলেও সে তথ্য থাকছে সিআইবিতে।




রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়