ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মনোনয়ন বৈধ ৫৩

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়ন বৈধ ৫৩

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিততে আপিল শুনানি গ্রহণ করা হচ্ছে।

আজ মোট ১৬০ জন আবেদনকারীর আপিল শুনানি গ্রহণ করবে কমিশন। দুপুর ২টা পর্জন্ত ১০০ জনের শুনানি করেছে ইসি। এর মধ্যে ৫৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তিন জনের পেন্ডিং, অনুপস্থিত ২ জন এবং ৪২টি মনোনয়ন বাতিল করেছে ইসি।  

প্রার্থীতা ফিরে পেয়েছেন যারা :
শেরপুর-২ আসনের একেএম মুখলেসুর রহমান, হবিগঞ্জ-৪ আসনের মৌলানা মুহম্মদ ছোলাইমান খান রাব্বানী, নাটোর-৪ আসনের মো. আলাউদ্দিন মৃধা, কুড়িগ্রাম-৪ আসনের ইউনুছ আলী, বরিশাল-২ আসনের মো. আনিছুজ্জামান, ঢাকা-৫ আসনের মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ আসনের কে এম মুজিবুল হক, সিলেট ৫ আসনের ফয়জুল মুনীর চৌধুরী, ময়মনসিংহ-৩ আসনের আহাম্মদ তায়েবুর রহমান, ঝিনাইদহ-৪ আসনের আব্বুল মান্নান, ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ সৈয়দ আনোর আহাম্মদ লিটন, ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনের মো. মামুনুর রশিদ, ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনের আবু আসিফ, ঢাকা-১৪ আসনের জাকির হোসেন, পঞ্চগড় ২ আসনের ফরহাদ হোসেন, মানিকগঞ্জ-৩ আসনের মো. আতাউর রহমান, ময়মনসিংহ-৮ আসনের এম এ বাশার, ঢাকা-১৪ আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ আসনের আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনের মো. মাহফুজুর রহমান, চট্টগ্রাম-১ আসনের নুরুল আমীন, ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনের মুখলেছুর রহমান, লক্ষ্মীপুর-১ আসনের মাহবুব আলম, কুমিল্লা-৫ আসনের মো. ইউনুছ, চাঁদপুর-৫ আসনের নেয়ামুল বশির, বরিশাল-২ আসনের মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাক্ষ্মণবাড়িয়ার মো. আশফাকউদ্দিন।

আর নীলফামারি-৪ আসনের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করা সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের আবেদন নামঞ্জুর হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়