ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মনোনয়নপত্র বাতিল হলো যাদের

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়নপত্র বাতিল হলো যাদের

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনে ১৬১ জনের আপিল আবেদনের শুনানি চলছে।

এখন পর্জন্ত চট্টগ্রাম-৫ আসনের বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ নাসিরসহ ৪৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে শুনানি চলছে।

প্রথম দিন দুপুরের বিরতির আগে যাদের আপিল খারিজ হয়েছে তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মো. শামসুল হুদা, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূইয়া, ঝিনাইদহ-১ এর আবদুল ওহাব, সাতক্ষীরা-২ এর আফসার আলি, মাদারীপুর-৩ এর মো. আবদুল খালেক, দিনাজপুর-২ মোকারম হোসেন, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ এর মো. পারভেজ হোসেন, ঠাকুরগাঁও-৩ এর এস এম খলিলুর রহমান, ফেনী-১ এর মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ এর ড. মিজানুল হক, ময়মনসিংহ-৪ এর আবু সাইদ মহিউদ্দিন, নেত্রকোনা-১ এর মো. নজরুল ইসলাম, পঞ্চগড়-১ এর মো. তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ-২ এর মো. এমদাদুল হক, খুলনা-২ এর এস এম এরশাদুজ্জামান, ঢাকা-১ এর মো. আইয়ুব খান, বগুড়া-৩ এর মো. আব্দুল মুহিত, বগুড়া-৬ এর এ কে এম মাহবুবুর রহমান, রাঙামাটির অমর কুমার দে, বগুড়া-৪ এর আশরাফুল আলম (হিরো আলম), ঢাকা-১৪ এর সাইফুদ্দিন আহমেদ, সাতক্ষীরা-১ এর এস এম মুজিবর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ এর মো. বশির উল্লাহ, নওগাঁ-৪ এর মো. আফজাল হোসেন, মৌলভীবাজার-২ এর মহিবুল কাদির চৌধুরী, ফেনী-৩ এর হাসান আহমদ, ময়মনসিংহ-১০ এর মো. হাবিবুল্লাহ, জামালপুর-৪ এর মোহা. মামুনুর রশিদ, বগুড়া-২ এর আব্দুল কাশেম, নীলফামারী-৪ এর মো. আমজাদ হোসেন, নীলফামারী-৩ এর মো. ফাহমিদ ফয়সাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ এর আখতার হোসেন, লক্ষ্মীপুর-২ এর আবুল ফয়েজ ভূইয়া, কুমিল্লা-১০ এর আবুল কালাম আজাদ, কুমিল্লা-২ এর মো. সারওয়ার হোসেন, কুমিল্লা-৪ এর মাহবুবুল আলম, নোয়াখালী-৩ এর এইচ আর এম সাইফুল ইসলাম, ফেনী-১ মো. নূর আহমদ মজুমদার।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী আপিল শুনানি করছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়