ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যে কারণে ‘স্যালুট’ দেন কটরেল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে ‘স্যালুট’ দেন কটরেল

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন জয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন কটরেল। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন চার-চারটি উইকেট। এক একটি উইকেট নিয়েছেন আর দাঁড়িয়ে বুক টান টান করে স্যালুট দিয়েছেন। কেন তার এমন উদযাপন?

ম্যাচ শেষে কটরেল জানিয়েছেন, ‘জ্যামাইকার ডিফেন্স ফোর্সে আমি একজন সৈনিক। আর উইকেট শিকারের পর স্যালুট জানানোর মাধ্যমে আমি আমার সহ-সৈনিকদের প্রতি সমাদর জানাই। আমি জানি যে আমি আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। আর আমি মনে করি এটা (স্যালুট) তাদের প্রতি আমার একাত্বতা প্রকাশের একটি মাধ্যম।’

চার-চারটি উইকেট পেলেও সিলেটের ‘পিচ’ নিয়ে অতেটা খুশি হতে পারেননি কটরেল। তিনি মনে করছেন উইকেটের সতায়তা নয়, আজ তারা ভালো ক্রিকেট খেলেছে, ‘আমি উইকেট নিয়ে খুব খুশি হতে পারিনি। আসলে নির্দিষ্ট দিনে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমি আসলে জানি না উইকেটটা স্লো ছিল নাকি ফাস্ট ছিল। বাউন্সি ছিল নাকি অন্য কিছু ছিল। আমরা কেবল নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটা খেলেছি। ভালো ক্রিকেট খেলেছি। আমরা ভালো খেলার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা যা-ই করি না কেন খুব ভালোভাবে করব। শক্তভাবে করব। এটাই।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়