ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগুড়া-৬ আসনে জয়ী মির্জা ফখরুল

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়া-৬ আসনে জয়ী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৮ হাজার ৯৬১ ভোট।

রোববার রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহম্মদ বেসরকারি এ ফল ঘোষণা করেন।

এছাড়া বগুড়া-১ আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান ২ লাখ ৬৭ হাজার ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৬৯০ ভোট। বগুড়া-২ আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল) এক লাখ ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬২ হাজার ৩৯৩ ভোট। বগুড়া-৩ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) এক লাখ ৫৭ হাজার ৭৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাছুদা মোমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৬৪৪ ভোট।

বগুড়া-৪ আসনে বিএনপির মোশারফ হোসেন এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে ৮৪ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।  বগুড়া-৫ আসনে তিন লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে আওয়ামী লীগের হাবিবর রহমান জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ  ৪৭ হাজার ৪০১ ভোট পেয়েছেন।

বিএনপি শূন্য বগুড়া-৭ আসনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) রেজাউল করিম বাবলু এক লাখ ৮৯ হাজার ৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী (ডাব) ফেরদৌস আরা খান ৬৪ হাজার ২৯২ ভোট পেয়েছেন।

 

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়