ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ হয়েছে’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে আওয়ামী লীগ বলেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ কথা বলেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এইচ টি ইমাম বলেন, এ নির্বাচনের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব- সেটা প্রমাণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা এ নির্বাচনের প্রশংসা করেছেন। নির্বাচন কমিশনেরও প্রশংসা করেছে তারা। সে জন্য আমরা নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল বের করা যাবে না দলীয় সভাপতি শেখ হাসিনার এমন নির্দেশনার কথা জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘এখন পর্যন্ত যে খবর পাচ্ছি তাতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়ের পথে। তবে কোথাও কোনো আনন্দ মিছিল না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’

এইচ টি ইমাম  বলেন, ‘অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতা হ্রাস পেয়েছে। আওয়ামী লীগকে টার্গেট করে বিএনপি-জামায়াত সারাদেশে নারকীয় তাণ্ডবের চেষ্টা করেছে। এতে আওয়ামী লীগের ১০ জন ও দুজন আনসার সদস্য নিহত হয়। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।’

এর আগে ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করার পর ধানমণ্ডিতে আওয়ামী সভাপতির কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নানক বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেন নির্বাচনে অংশ নেওয়ার মতো সাহস রাখেননি। জনগণের রায় প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।’

দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে মন্তব্য করে নানক বলেন, ‘তারা উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।’ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যবেক্ষক, পোলিং অফিসার ও সেনাবাহিনীকে ধন্যবাদ তিনি। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/সাইফ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়