ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গাজীপুরে সব আসনেই আ.লীগ প্রার্থীরা জয়ী

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে সব আসনেই আ.লীগ প্রার্থীরা জয়ী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা লাখ লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ আসন : গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (নৌকা) ৪ লাখ ১ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী পেয়েছেন ৯৪ হাজার ৭২৩ ভোট। ব্যবধান ৩ লাখ ৬ হাজার ৭৯৫ ভোট।

গাজীপুর-২ : এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রায়ত সাংসদ আহসান উল্যাহ মাস্টারের ছেলে সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল (নৌকা) ৪ লাখ ১২ হাজার ১৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সালাহ উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪০ ভোট। ব্যবধান ৩ লাখ ১১ হাজার ১০০ ভোট।

গাজীপুর-৩ : এ আসনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন (নৌকা) ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ইকবাল সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট। ব্যবধান ৩ লাখ ৫ হাজার ৫৩৪ ভোট। মুহাম্মদ ইকবাল হোসেন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।

গাজীপুর ৪ : এ আসনে বঙ্গতাজ কন্যা আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা) ২ লাখ ৩ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৫৮২ ভোট। ব্যবধান ১ লাখ ৮৪ হাজার ৬৭৬ ভোট।

গাজীপুর-৫ : এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ ময়েজ উদ্দিন কন্যা প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (নৌকা) ২ লাখ ৭ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) পেয়েছেন ২৭ হাজার ৯৭৬ ভোট। ব্যবধান ১ লাখ ৭৯ হাজার ৭২৩ ভোট।




রাইজিংবিডি/গাজীপুর/৩১ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়