ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

রাইজিংবিডি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে টেলিফোনে আওয়ামী লীগ সভাপতিকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধনামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন।

নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি ও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে তিনটি আসন।

এবার নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে আওয়ামী লীগ। এতে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা।


 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/এনএ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়