ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংরক্ষিত আসনে যশোরে আলোচনায় যারা

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংরক্ষিত আসনে যশোরে আলোচনায় যারা

বাঁ থেকে- নূর জাহান ইসলাম নীরা, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও লাইজু জামান

নিজস্ব প্রতিবেদক, যশোর : সোমবার নতুন মন্ত্রিসভার শপথ। এরপর সংরক্ষিত আসনের নির্বাচন। জানা গেছে  ফেব্রুয়ারিতে তফসিল এবং মার্চের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ইসি প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচনের।

এবার আলোচনায় উঠে আসছে সংসদে সংরক্ষিত আসনে কারা হচ্ছেন নারা সংসদ সদস্য? ৫০টি আসনের বিপরীতে প্রত্যেক জেলায়ই একাধিক প্রার্থী রয়েছেন। যশোরেও একাধিক নারী নেত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী।

জানা গেছে, যশোরে অন্তত চার নারী নেত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তারা হলেন, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নূর জাহান ইসলাম নীরা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের স্ত্রী মমতাজ ফারুক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন লাইজু জামান।

দীর্ঘদিন ধরে রাজপথের পরীক্ষিত নেত্রীদের মধ্য থেকে নারী সংসদ সদস্য করার দাবি উঠেছে। এখানের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, পরীক্ষিত নেত্রীদের দল মূল্যায়ন করলে তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

মঞ্জুন্নাহার নাজনীন সোনালী বলেন, ‘ঝিকরগাছা উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু পায়নি। একাদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। এবার সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী।’

নূর জাহান ইসলাম নীরা বলেন, ‘৩৮বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। একাদশ সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়ন চেয়েছিলাম, পাইনি। এর আগে দশম সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবার সংরক্ষিত আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশবাদী।’

লাইজু জামান বলেন, ‘আমি এবার সংরক্ষিত আসনে প্রার্থী হচ্ছি। দলের কাছে মনোনয়ন চাইব। ২০১৪ সাল থেকে মনোনয়ন চেয়ে আসছি। এবার মনোনয়নের ব্যাপারে আশাবাদী।’

আপাতত চারজনের নাম শোনা গেলেও তফসিল ঘোষণার পর প্রার্থীর সংখ্যা বাড়বে বলে আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।



রাইজিংবিডি/যশোর/৬ জানুয়ারি ২০১৯/বি এম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়