ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কী কথা তার চোখে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কী কথা তার চোখে

আরতির দুচোখে শুধুই এখন অনিশ্চয়তা

নাম তার আরতি। বয়স ১১০ বছর। তিন ছেলে দুই মেয়ের জননী তিনি।  স্বামী  চা-বাগানের  শ্রমিক ছিলেন। আনুমানিক ৪০ বছর আগে  স্বামীকে হারান তিনি। অভাবের সংসারে সন্তানদের কাছেও আশ্রয় মেলেনি আরতির। এরপর তার জীবনে নেমে আসে অন্ধকার।

মানুষের বাড়িতে কাজ করে জীবনযাপন করতেন তিনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জীবন চালানো আরো কঠিন হয়ে পড়ে। জীবিকার জন্য বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বেছে নেন আরতি। এখন স্পষ্ট চোখে দেখতে পান না বলেও জানান আরতি। 

কবে আসাম থেকে এ দেশ এসেছিলেন, সেটা তার মনে পড়ে না। শুধু বলতে পারেন ১২ বছর বয়সে বিয়ের পর স্বামীর হাত ধরে এ দেশে তার আগমন।

শ্রীমঙ্গল উপজেলাধীন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রতিদিন হাত পেতে দাঁড়ান তিনি। উদ্যান থেকে তার বাড়ির দূরত্ব ছয় কিলোমিটার। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হন। ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার ৫-৬ ঘণ্টা সময় লেগে যায়। উদ্যানে আগত দর্শনার্থীদের দেওয়া সাহায্য নিয়েই তিনি এখন বেঁচে আছেন। আরতিকে নিয়েই সাজানো হয়েছে এই ফটো ফিচার।  

 


কে জানে তার বুকে কত ব্যথা (ছবি : কেএমএ হাসনাত)

 

আরতির রঙিন দুনিয়া এখন ধূসর পাণ্ডুলিপি (ছবি : কেএমএ হাসনাত)

 

এ চোখের ভাষা বোঝেনি তার উদরের সন্তানসন্ততিও (ছবি : কেএমএ হাসনাত)

 

স্বপ্নগুলো এখন তার দৃষ্টিসীমার বাইরে (ছবি : কেএমএ হাসনাত)

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/কে এম এ হাসনাত/শান্ত/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়