ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছবিতে নোবেলজয়ী বাবার মেয়ে

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে নোবেলজয়ী বাবার মেয়ে

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী নন্দনা সেন। তার আরেক পরিচয় তিনি নোবেল বিজয়ী ও ভারতরত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মেয়ে। বিভিন্ন ভাষার বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

২০০৮ সালে বলিউডের ‘রঙ রসিয়া’ সিনেমায় অভিনয় করেন নন্দনা। এ চলচ্চিত্রে খোলামেলা দৃশ্যে দেখা যায় তাকে। ভারতীয় কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি ভার্মার জীবনী নিয়ে নির্মিত হয় সিনেমাটি। এতে এ শিল্পীর চরিত্রটিকে ‘প্লেবয়’ হিসেবে উপস্থাপন করার অভিযোগে আদালত থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল সিনেমাটির পরিচালক কেতন মেহতাকে। সমালোচনার মুখে পড়েছিলেন নন্দনাও।

ব্যক্তিগত জীবনে প্রযোজক মধু মনতেনারের সঙ্গে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল নন্দনার। কিন্তু ২০১৩ সালে পেঙ্গুইন পাবলিশিংয়ের সিইও জন ম্যাকিনসনকে বিয়ে করেন তিনি। এ নিয়ে কম গুঞ্জন হয়নি বলিপাড়ায়। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
  

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন নন্দনা সেন
 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পড়াশোনা করেন তিনি
 

১৯৯৭ সালে হিন্দি ভাষার ‘গুড়িয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি  
 

১৯৯৯ সালে ইতালিয়ান ভাষার ‘ব্রানচি’ ও ইংরেজি ভাষার ‘ফরইভার’ সিনেমায় অভিনয় করেন
 

২০০৯ সালে ‘কালের রাখাল’ সিনেমার মাধ্যমে বাংলা ভাষার চলচ্চিত্রে নাম লেখান এই অভিনেত্রী

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়