ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা  হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ফার্মেসি বিভাগের মোহাইমিনুল ইসলাম নুহাশ, কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব, আব্দুর রাকিব ও অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম নাইম। তারা বিশ্ববিদ্যালয়ের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও আনসার সদস্যকে মারধরের অভিযোগে তাদেরকে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বহিষ্কৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।

আগামী সাতদিনের মধ্যে লোক মারফত কেন তাদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর কথা বলা হয়েছে।



রাইজিংবিডি/নোয়াখালী/৪ ডিসেম্বর ২০১৭/মাওলা সুজন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়