ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাহার

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাহার

অর্থনৈতিক প্রতিবেদক : নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে দেখা যায় যে এক সিরিয়ালের সবাই পাস, এরপর শত শত প্রার্থী ফেল।

ফলাফলে দেখা যায়, ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত যারা ছিলেন তারা সবাই পাস করেছেন। এরপর শত শত প্রার্থী থাকলেও তাদের কেউ পাস করেননি।

এ ফলাফল প্রকাশের পর থেকেই এটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হবার পর প্রকাশিত ফলাফল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান জানান, ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তা প্রকাশের পর পরই ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আসলে তাড়াহুড়োর কারণে যে ফলাফল প্রকাশ হওয়ার কথা কথা ছিল তা না হয়ে অন্য ফলাফল প্রকাশ হয়েছে। শিগগিরই ত্রুটিমুক্ত সঠিক ফলাফল প্রকাশ করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়