ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৯০তম অস্কারে সেরা ‘দ্য শেপ অব ওয়াটার’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯০তম অস্কারে সেরা ‘দ্য শেপ অব ওয়াটার’

দ্য শেপ অব ওয়াটার সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৪ মার্চ স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসেছিল এর ৯০তম আসর। অ্যাওয়ার্ডের উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই দ্বায়িত্ব পালন করলেন তিনি।

এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে দ্য শেপ অব ওয়াটার। এ বছর গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডে আধিপত্যের পর অস্কার দৌড়েও সবাইকে হারিয়ে দিয়েছে গিয়ের্মো দেল তোরোর সিনেমাটি। ৯০তম আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। কল্পকাহিনি ভিত্তিক এই সিনেমার কাহিনি গত শতকের ষাটের দশকের। যেখানে দেখা যায়, গবেষণাগারে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর অর্ধেক মানব অর্ধেক জন্তু আকৃতির প্রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী স্যালি হকিন্স। যদিও গল্প চুরির অভিযোগে কিছুটা বিতর্কিত ছিল সিনেমাটি।

এছাড়া এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ফ্যান্সিস ম্যাকডোরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)। পাশাপাশি সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন  স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি) ও অ্যালিসন জেনি (আই, টোনিয়া)। দ্য শেপ অব ওয়াটার সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে গিয়ের্মো দেল তোরোর হাতে।

এবারের অস্কারে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

সেরা চলচ্চিত্র : দ্য শেপ অব ওয়াটার

সেরা অভিনেতা : গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

সেরা অভিনেত্রী : ফ্যান্সিস ম্যাকডোরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা পার্শ্ব অভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অ্যালিসন জেনি (আই, টোনিয়া)

সেরা পরিচালক : গিয়ের্মো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

সেরা অ্যানিমেশন সিনেমা : কোকো

সেরা স্বলদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা : ডিয়ার বাস্কেটবল

সেরা চিত্রনাট্য (সংগৃহীত) : জেমস আইভোরি (কল মি বাই ইয়োর নেম)

সেরা চিত্রনাট্য (মৌলিক): জর্ডান পিলে (গেট আউট)

সেরা চিত্রগ্রহণ : রজার ডেকিন্স (ব্লেড রানার ২০৪৯)

সেরা বিদেশি ভাষার সিনেমা : অ্যা ফান্টাস্টিক ওম্যান (চিলি)

সেরা সিনেমা সম্পদনা : লী স্মিথ (ডানকার্ক)

মৌলিক সুর: আলেকজান্দ্রে ডেসপ্ল্যাট (দ্য শেপ অব ওয়াটার)

মৌলিক গান: রিমেম্বার মি (কোকো)

সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা : দ্য সাইলেন্ট চাইল্ড (ক্রিস ওভারটর ও র‌্যাচেল শেনটন)

সেরা ভিজ্যুয়াল এফেক্ট : ব্লেড রানার ২০৪৯

সেরা প্রোডাকশন ডিজাইন : দ্য শেপ অব ওয়াটার

সেরা শব্দমিশ্রণ : ডানকার্ক

সেরা শব্দ সম্পাদনা : ডানকার্ক

সেরা প্রামাণ্যচিত্র : ব্রায়ান ফোগেল এবং ড্যান কোগান (ইকারাস)

সেরা প্রামাণ্যচিত্র (শর্ট সাবজেক্ট) : হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম ওন দ্য ৪০৫

সেরা পোশাক ডিজাইন : ফ্যান্টম থ্রেড

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল : ডার্কেস্ট আওয়ার

মূল পর্বকে সামনে রেখে আগেই ঘোষণা করা হয়েছিল মনোনয়ন প্রাপ্তদের তালিকা। এবার মনোনয়নে এগিয়ে ছিল গিয়ের্মো দেল তোরো পরিচালিত দ্য শেপ অব ওয়াটার। সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পায় সিনেমাটি। এরপরই ছিল ক্রিস্টোফার নোলানের ডানকার্ক। এছাড়া তালিকায় ছিল থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি; কল মি বাই ইয়োর নেম, ডার্কেস্ট আওয়ার, গেট আউট, ফ্যান্টম থ্রেড, মাডবাউন্ড, লেডি বার্ড, দ্য পোস্ট

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়