ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শহীদদের প্রতি শ্রদ্ধা বিজিবির

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদদের প্রতি শ্রদ্ধা বিজিবির

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব ইউনিটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিজিবির  ভারপ্রাপ্ত মহাপরিচালক ও কর্মকর্তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিকেলে পিলখানার সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দিবসের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজিবির ইউনিটগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, ঢাকায় কর্মরত বিজিবির সব অফিসার, বিজিবিতে কর্মরত সকল মুক্তিযোদ্ধা, কর্মকর্তা এবং সৈনিকরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়