ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে শিশুদের বৈশাখী মেলা শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শিশুদের বৈশাখী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন এলাকায় অবস্থিত ফুলকি স্কুলে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা শুরু হয়েছে।

ফুলকি’র উদ্যোগে বৃহস্পতিবার শুরু হওয়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যজন ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক আবুল মোমেন, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন।

ছোটদের জন্য আয়োজিত ব্যতিক্রমী বৈশাখী মেলায় শিশুদের জন্য খেলার স্টল ‘খেলামেলা’, বই সংগ্রহের জন্য ‘বইমেলা’, নানা রকম কুটির শিল্প নিয়ে ‘কুটুম কাটাম’, বৈশাখী খাবার নিয়ে ‘এসো বসো আহারে’, শিশুদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে ‘বিজ্ঞান প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বসেছে পাখি মেলা। এই মেলায় বিচিত্র সব পাখির প্রদর্শনী হচ্ছে।

আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়