ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছবিতে পাকিস্তানি অভিনেত্রী আরমীনা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে পাকিস্তানি অভিনেত্রী আরমীনা

বিনোদন ডেস্ক : পাকিস্তানি মডেল-অভিনেত্রী আরমীনা খান। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান অভিনয়ে।

২০১৩ সালে ‘হাফ! ইটস টু মাচ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আরমীনার। ২০১৫ সালে ‘বিন রয়ে’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। সাড়ে ৩ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি আয় করে ৪০ কোটি রুপি। পরের বছরই মুক্তি পায় তার পাকিস্তানি সিনেমা ‘জানান’। এ সিনেমাটিও ব্যবসায়ীকভাবে লাভের মুখ দেখে।

আরমীনা অভিনীত সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘ইয়ালঘর’। এটিও পাকিস্তানি সিনেমা। ২০১৭ সালে মুক্তি পায় এটি। ব্যবসায়ীকভাবে লাভও করে। এই অভিনেত্রীকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।



পাকিস্তানি বংশোদ্ভুত আরমীনা খান জন্মগ্রহণ করেন কানাডার টরন্টো শহরে। বেড়েও উঠেছেন সেখানে
 

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে বিজনেজ অ্যাডমিনেস্ট্রেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি
 

পরবর্তীতে অভিনয়ের উপর ডিগ্রি নেন আরমীনা
 

২০১৩ সালে বৃটিশ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন এই অভিনেত্রী
 

২০১৩ সালে ‘হ্যাপিলি ম্যারিড’ নামে পাকিস্তানি একটি টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন আরমীনা

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়