ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ছবিতে পাঞ্জাবি পায়েল

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ১৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে পাঞ্জাবি পায়েল

পায়েল রাজপুত

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেত্রী পায়েল রাজপুত। স্নাতকে পড়াকালীন অভিনয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি নেন এই অভিনেত্রী। তারপর টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি।

২০১৪ সালে ‘মহাকুম্ভ-এক রহস্য, এক কাহানি’ টেলিভিশন ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পায়েল। এতেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শুধু তাই নয়, এটি তার ক্যারিয়ারে সাড়া জাগানো নাটক।

২০১৩ সালে তেলেগু ভাষার ‘ইরুবার উলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটার কথা ছিল পায়েলের। কিন্তু তার অভিনীত প্রথম সিনেমাটি এখনো মুক্তি পায়নি। তবে পাঞ্জাবি ভাষায় তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে পাঞ্জাবি ভাষার তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।


ভারতের হরিয়ানা প্রদেশের বাসাই গ্রামে জন্মগ্রহণ করেন পায়েল রাজপুত। বেড়েও উঠেছেন সেখানে

 


ভারতের দিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন পায়েল

 


২০১২ সালে ‘স্বপ্ন সে বারে ন্যাইনা’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি

 


২০১৭ সালে পাঞ্জাবি ভাষার ‘চান্না মেরেয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পায়েল

 


২০১৭ সালে ‘আরএক্স ১০০’ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী
 



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়