ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রুপালি জগতে উজ্জ্বল সাদা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুপালি জগতে উজ্জ্বল সাদা

বিনোদন ডেস্ক: ভারতীয় মডেল-অভিনেত্রী সাদাফ মোহাম্মদ সাইয়েদ। তবে তিনি সাদা নামেই পরিচিত। ভারতের দক্ষিণের পাশাপাশি অন্যান্য ভাষার সিনেমাতে অভিনয় করেও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

উচ্চ শিক্ষার জন্য রত্নগিরি থেকে মুম্বাই চলে আসেন সাদা। স্নাতকে ভর্তি হয়েই নাম লেখান চলচ্চিত্রে। তার অভিষেক চলচ্চিত্রটি ব্যবসায়ীকভাবে যেমন সফল হয়, তেমনি দর্শক-সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়ান সাদা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় সাদার ৩৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

তবে অভিনয়ের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদি ত্যাগ স্বীকার করতে পারো তবে তুমি কিছু পাবে।’ ‘ব্যর্থতা সফলতা মিলিয়েই জীবন’—এ ব্রত মেনেই সামনে এগিয়ে চলেছেন তিনি। সাদাকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।



ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে জন্মগ্রহণ করেন সাদা। বেড়েও উঠেছেন এই শহরে
 

এসএনডিটি উইমেন’স ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হলেও স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি
 

২০০২ সালে তেলেগু ভাষার ‘জয়াম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়
 

২০০৫ সালে ‘আনিয়ান’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন
 

২০০৯ সালে ‘লাভ খিচড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়