ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিস্ফোরক’ ব্যাটসম্যান লিন ওয়ানডে ক্রিকেটে

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিস্ফোরক’ ব্যাটসম্যান লিন ওয়ানডে ক্রিকেটে

ক্রীড়া ডেস্ক : এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ৫ টি-টোয়েন্টি খেলা ক্রিস লিন। লিনের সঙ্গে অস্ট্রেলিয়া স্কোয়াডে নতুন মুখ পেসার বিলি স্ট্যানলেক।    

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন। ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে লিনকে স্কোয়াডে রেখেছেন নির্বাচক প্যানেল।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজেলউড, তেরভিস হেড, উসমান খাজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

ব্যাটসম্যান জর্জ বেইলি ও অ্যারন ফিঞ্চকে বাদ দিয়ে লিনের উপর আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুজনই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন। শেষ ১০ ওয়ানডেতে একটিও হাফসেঞ্চুরির ইনিংস নেই জর্জ বেইলির। বাজে পারফরম্যান্সের কারণেই বেইলিকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী নির্বাচনী প্রধান ত্রেভর হন্স। অন্যদিকে শেষ ১৮ ইনিংসে হাসেনি ফিঞ্চের ব্যাটও। ১৮ ইনিংসে হাফসেঞ্চুরির ইনিংস মাত্র ৪টি।

অন্যদিকে লিনের ব্যাট থেকে নিয়মিত রান আসছে। গত সপ্তাহে মাত্র ৪৯ বলে খেলেন অপরাজিত ৯৮ রানের টর্নেডো ইনিংস। ৯৮ রানের ইনিংসে ৩টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ১১টি। যেটি বিগ ব্যাশে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। এবারের বিগ ব্যাশে এখন পর্যন্ত পাঁচ ইনিংস খেলে তিনটিতেই হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন লিন। ৯৮ রানের ইনিংসের আগে শেষ তিন ইনিংস ছিল এরকম- ৪৮ বলে ৮৪, ৫০ বলে ৮৫, ৪৯ বলে ৯৮!

ক্রিস লিনের অন্তর্ভূক্তি প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী নির্বাচনী প্রধান ত্রেভর হন্স বলেন, ‘ব্রিসবেন হিটের হয়ে সুপার ফর্মে আছেন ক্রিস লিন। যদিও এখানে ভিন্ন ফরম্যাটে তাকে খেলতে হবে। তবুও আমাদের বিশ্বাস টি-টোয়েন্টির পারফরম্যান্স সে ওয়ানডেতেও রূপ দিতে পারবে।’

সিডনিতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ জানুয়ারি। এরপর আরও ৪টি ওয়ানডে খেলবে দুই দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে হিন্স বলেন, ‘আমাদের জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। এ সিরিজের পরই চ্যাপেল হ্যাডলি সিরিজ আছে। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আমরা ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। আমাদের বিশ্বাস আমাদের এ স্কোয়াড নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত খেলতে পারব। দলের সেরা কম্বিনেশন সেট করার এটাই সেরা সময়।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়