ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন পরিবারে হামলা, অগ্নিসংযোগ

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ভূমিহীন পরিবারে হামলা, অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আদিবাসীসহ ৯ ভূমিহীন পরিবারে হামলা করেছে দুবৃর্ত্তরা। এ সময় খড়ের পালা ও গোয়াল ঘরে আগুন দেওয়া হয়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি খাস জমিতে কয়েকদিন আগে আদিবাসীসহ ৯ ভূমিহীন পরিবার টিনের ঘর নির্মাণ করে। সোমবার রাতে দুবৃর্ত্তরা ভূমিহীনদের মারপিট ও দুটি খড়ের পালা এবং একজনের গোয়াল ঘরে আগুন দেয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১০ জানুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়