ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ আহ্বান ন্যাপের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ আহ্বান ন্যাপের

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ‘জাতীয় সংলাপ’ আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ন্যাপ কার্যালয়ের ‘যাদু মিয়া মিলনায়তনে’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহান একুশে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আয়োজন করে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা।

গোলাম মোস্তফা বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আশা করা খুবই কঠিন। নির্বাচন কমিশন (ইসি) যত শক্তিশালীই হোক না কেন, দলীয় সরকারের অধীনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না।’

নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, মন্তব্য করে ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘সরকারের উচিত নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করা। প্রধানমন্ত্রীর উচিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবিলম্বে সংলাপের আয়োজন করা।’

ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু, ছাত্রকেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়