ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুনামগঞ্জ-২ আসনে প্রার্থিতা ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জ-২ আসনে প্রার্থিতা ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। নির্ধারিত ফি ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহীরা।

সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করেন সিইসি খান মো. নুরুল হুদা। আগামী ৩০ মার্চ উপনির্বাচনে ভোট হবে। গত  ৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

এদিকে একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতার আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। প্রার্থী হতে আগ্রহীদের আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

 

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/শাহনেওয়াজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়