ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিহত সেনা কর্মকর্তাদের কবরে বিএনপির শ্রদ্ধা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিহত সেনা কর্মকর্তাদের কবরে বিএনপির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শনিবার বনানী সামরিক কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একটি প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। নিহতদের মধ্যে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদও ছিলেন। ওই ঘটনার পর সীমান্তরক্ষা বাহিনীটির নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শ্রদ্ধা জানানো শেষে মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায়। পিলখানার নির্মম ঘটনা বিষয়ে দুটি তদন্ত কমিটি হয়েছিল, সেগুলোর প্রতিবেদন জনসমক্ষে শ্বেতপত্র আকারে প্রকাশের দাবি আমরা করেছিলাম, কিন্তু সরকার তা করেনি।’

বিএনপি ক্ষমতায় গেলে ওই ঘটনার শ্বেতপত্র প্রকাশ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করবে বিএনপি।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়