ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিস্তা চুক্তি সময়ের ব্যাপার : ওবায়দুল কাদের

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিস্তা চুক্তি সময়ের ব্যাপার :  ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হবে। তা এবার না হলেও কিছুদিন পরে হবে; এটা সময়ের ব্যাপার।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তানে কাজী বশিরউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ সভার অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘গঙ্গা চুক্তি যে করেছেন, তিস্তা চুক্তিও তার হাতেই হবে। ভারতে কেন্দ্রীয় সরকার আছে। রাজ্য সরকার আছে। তাদের সংবিধানে, বিভিন্ন বিষয়ে তাদের নিয়ম অনুযায়ী সবাইকে নিয়ে ঐক্যমতে পৌঁছে বাইরের সঙ্গে চুক্তি করতে হয়। সে কারণে হয়তো কিছু সময় নিয়েছে। তবে তা এবার না হলেও কিছুদিন পরে হলেও হবে।’

তিনি আরো বলেন, ‘সামীন্ত চুক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাস্তবায়ন করেছে। দুনিয়ার ইতিহাসে শান্তিপূর্ণ সমাধান করে বিরল রেকর্ড স্থাপন করেছেন।’

মন্ত্রী বলেন, ‘এতো নিরাপদ ও শান্তিপূর্ণ ছিটমহল সমস্যার সমাধান গোটা দুনিয়ার ইতিহাসে কোনো রেকর্ড নেই। আমরা ছিটমহল বিনিময়েও লাভবান হয়েছি। আমরা ১০ হাজার একর জমি বাংলাদেশের মানচিত্রে যুক্ত করতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘ভারত সমুদ্রসীমা চুক্তির রায় মেনে নিয়ে আদালতের রায়ে যা পেয়েছি সেই সমুদ্রসীমায় আমাদের পাওনা ও অধিকারে কোনো প্রকার হস্তক্ষেপ করেনি।’

বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘২১ বছর ধরে যে অবিশ্বাস ও সন্দেহের দেয়াল সৃষ্টি করেছেন, সেই দেয়াল শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন। এটাই আজকে অনেকের সহ্য হচ্ছে না। ভারত বিশাল ও গণতান্ত্রিক দেশ। আমরা ভারতের সঙ্গে আমাদের সকল সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাই না। আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। কাজেই সামরিক চুক্তি হোক, অসামরিক চুক্তি হোক; সব চুক্তিই হবে বাংলাদেশের স্বার্থে। সব চুক্তিই হবে সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। এর বাইরে কোন চুক্তি হবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতার ভিত্তিতে। আমরা অবিশ্বাস এবং সংশয়ের দেয়াল ভারতের সঙ্গে নির্মাণ করতে চাই না। এই দেয়াল আমরা ভেঙে দিয়েছি। তিস্তা চুক্তিও হবে। সময়ের ব্যাপার। সময় মতো হবে। সব প্রক্রিয়া শেষ পর্যায়ে; হয়ে যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ  ২০১৭/নৃপেন/ইভা

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়