ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘জঙ্গিবাদ জিইয়ে রাখছে সরকার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিবাদ জিইয়ে রাখছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকার জঙ্গিবাদকে জিইয়ে রাখছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ জন্য তারা (সরকার) জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্য সৃষ্টি করছে না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত এক আলোকচিত্র প্রর্দশনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এর আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি করে কারা এই জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং মদদ দিচ্ছে, সেটিও উদ্ঘাটন করতে বিএনপি বারবার আহ্বান জানিয়ে আসছে। কারণ জঙ্গিবাদ নির্মূল ও মোকাবিলা করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকার তাতে সাড়া না দিয়ে জঙ্গিবাদ জিইয়ে রাখছে।’

সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্য সৃষ্টি করে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এই জঙ্গিবাদকে প্রতিহত করতে না পারলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা।

সম্প্রতি দেশের বিভিন্নস্থানে জঙ্গি তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত এক সপ্তাহে যে তিন-চারটি ঘটনা ঘটেছে, আত্মঘাতী বোমা হামলাও হয়েছে। অথচ সরকার এ ব্যাপারে সুষ্পষ্ট কোনো বক্তব্যে নিয়ে আসছেন না। সংশ্লিষ্ট একেকটি প্রতিষ্ঠান একেক রকমের বক্তব্য দিচ্ছে।’

শুক্রবার রাজধানীতে বিমানবন্দর এলাকার পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন,  ‘ওই ঘটনায় একদিকে বলা হলো-এটার সঙ্গে আইএস, অন্যদিকে বলা হচ্ছে এই ঘটনা পূর্বের ঘটনার মতো নয়। এ ব্যাপারে বিশ্বাসযোগ্য বক্তব্য না আসলে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হবেই।’

জঙ্গিদের প্রকৃত তথ্য উদঘাটনের পরিবর্তে দোষারোপের রাজনীতিতে সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য মির্জা ফখরুলের।

তিনি বলেন, ‘কোনো কিছু ঘটলেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী পর্যন্ত বিএনপিকে দোষারোপ করেন। অথচ জঙ্গিবাদের ভয়াবহতা অনুসন্ধান না করে, সঠিক সত্য উদঘাটন না করে যদি এ ধরনের উক্তি করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে হত্যা করা হয়; তাহলে কোনো দিন সত্য প্রকাশিত হবে না।’

প্রধানমন্ত্রীর ভারত সফরের তিস্তা চুক্তি সম্ভবনা নেই বলে গণমাধ্যমে যে তথ্য আসছে তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘তাহলে কী জন্য ভারত যাচ্ছেন তিনি (প্রধানমন্ত্রী)? আমরা কি ভারতকে সহায়তা করতে, না কি আমাদের সমস্যা সমাধান করতে যাচ্ছি?’

ভারতের সঙ্গে সামরিক চুক্তি বাংলাদেশের জন্য অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, ‘এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এ কারণেই বিএনপি বলছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।’

২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী এদেশে যে বর্বর গণহত্যা চালিয়েছিল তা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘২৫ মার্চে ভয়াবহ গণহত্যা ঘটেছিল। স্বাধীনতার যে দাবি উঠেছিল, মুক্তির যে দাবি উঠেছিল তাকে দাবিয়ে দিতেই এই গণহত্যা চালানো হয়। কিন্তু স্বাধীনতার আকাঙ্খায় এদেশের মানুষ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অথচ আজকে সেই বাংলাদেশের আইনের শাসন নেই।’

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘গণমাধ্যমে আসছে, রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের ভেতরের লোক জড়িত। তাই ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশ ব্যাংকের ১৩ তলায় অগ্নিসংযোগ দেওয়া হয়েছে কি না, তা সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।’

অনুষ্ঠানে যুবদল নেতাদের মধ্যে সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম মিলটন, শরিফুদ্দিন জুয়েল, রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়