ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে আ.লীগের সাক্ষাৎ ১ এপ্রিল

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে আ.লীগের সাক্ষাৎ ১ এপ্রিল

নৃপেন রায় : ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকসহ ব্রিটিশ এমপিদের একটি প্রতিনিধিদল ১ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে। ওইদিন তারা সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকশিনার এলিসন ব্লেকসহ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে যোগ দিতে আসা ব্রিটিশ এমপিরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ অন্যরা নেতারা এ সময় উপস্থিত থাকবেন। মূলত ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটের শাহজালাল (র.) মাজারে গ্রেনেড হামলার ঘটনায় উচ্চ আদালতের রায়ে দোষীদের শাস্তি হওয়ায় আওয়ামী লীগকে ধন্যবাদ জানানোর লক্ষ্যেই এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, ব্রিটিশ প্রতিনিধিদল আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু জাদুঘর ভবন পরিদর্শনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ/২০১৭/নৃপেন/সাইফ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়