ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে নিজ জন্মস্থানে এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে নিজ জন্মস্থানে এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : পাঁচ দিনের সফরে ভারতে গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ভারত সফরকালে তিনি তার জন্মস্থান কোচবিহার জেলার দিনহাটায় যান। সেখানে তিনি তার পৈতৃক বাড়িতে অবস্থান করেন এবং ছোটবেলার বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটান। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রোববার সকালে লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তার সঙ্গে রয়েছেন ছেলে এরিক এরশাদ, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ব্যক্তিগত সচিব মো. জসিম উদ্দিন ও সহকারী মো. ওহাব।

হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার এসব তথ্য নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/নঈমুদ্দীন/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়