ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আব্দুল খালেকের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আব্দুল খালেকের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : কুষ্টিয়ার প্রাক্তন সাংসদ বিএনপি নেতা আলহাজ্ব কে এম আব্দুল খালেক চন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার এক শোক বাণীতে তিনি আব্দুল খালেক চন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল খালেক চন্টু। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শোক বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম কে এম আব্দুল খালেক চন্টু নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম কে এম আব্দুল খালেক চন্টু এলাকার বিএনপি নেতা-কর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত।’

জনপ্রতিনিধি হিসেবে আব্দুল খালেকের জনপ্রিয়তা তুলে ধরে বিএনপি নেত্রী বলেন, ‘জনকল্যাণমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাকে পরপর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই ছিল তার রাজনীতি ও কর্মকাণ্ডের মূল প্রেরণা। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ।’

বিএনপিকে সুসংগঠিত করতে তার অবদান স্বীকার করে খালেদা জিয়া বলেন, ‘আব্দুল খালেক চন্টু তার রাজনৈতিক জীবনে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন। দেশের এই দূর্দিনে তার মতো একজন অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

এদিকে, আব্দুল খালেক চন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়