ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : হাওর অঞ্চলে দুর্যোগের সময়ে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিদেশ সফরের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে যে কোনো সরকার নেই, দায়বদ্ধতাও নেই; এটি তারই বহিঃপ্রকাশ।’

বৃহস্পতিবার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের হাওর অঞ্চলে এত বড় একটা দুর্যোগ হয়েছে, সে সময়ে হাওর অধিদপ্তরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে, দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এটাই তা প্রমাণ করে।’

প্রধানমন্ত্রীর অনেক আগেই দুর্গত এলাকায় যাওয়া উচিৎ ছিল বলেও মনে করেন মির্জা ফখরুল।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান। চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জাসাস নেতা নুরুউদ্দিন আহমেদ নুরু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে, পহেলা মে জনসভার অনুমতি পাব না। তারা বলেছে যে, ২/৩ তারিখে অনুমতি দিতে পারে। সেজন্য আমরা নতুন করে আবেদন করেছি।’

তিনি বলেন, ‘বিরোধী দলকে কোনো সভা-সমাবেশ করতে না দেওয়ার যে নীতি সরকার নিয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। এ থেকে বোঝা যায় যে, গণতন্ত্রের অবস্থাটা এখন কোন জায়গায় আছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়