ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মার্কিন বিমানকে চীনের জঙ্গি বিমানের বাধা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন বিমানকে চীনের জঙ্গি বিমানের বাধা

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্রের নমুনা সংগ্রহকারী একটি সামরিক বিমানকে বাধা দিয়েছে চীনের দুটি যুদ্ধবিমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব চীন সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশ সীমার ভেতরেই ইউএস ডব্লিউসি-১৩৫ বিমানটি তেজস্ক্রিয়তা অনুসন্ধানে কাজ করছিল। এসময় দুটি চীনা সুখোই এসইউ-৩০ জঙ্গিবিমান একে বাধা দেয়। একটি বিমান মার্কিন বিমানটির ১৫০ ফুটের কাছাকাছি চলে আসে।

পূর্ব চীন সাগরে চীনের সন্দেহজনক সামরিক কর্মকাণ্ড নিয়ে এর আগে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ওই অঞ্চলে সামরিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্যের জের ধরে গত বছর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে কিছুটা উত্তাপও দেখা গিয়েছিল।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ বলেছেন, ‘উভয় বিমানের গতি ও দূরত্ব রক্ষার ক্ষেত্রে এটি ছিল চীনা পাইলটের অপেশাদার সুলভ আচরণ।’

বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, ‘বিষয়টি যথাযথ সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনকে জানানো হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়