ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘অবৈধ সম্পদ রক্ষায় ক্ষমতা ছাড়তে চান না প্রধানমন্ত্রী’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অবৈধ সম্পদ রক্ষায় ক্ষমতা ছাড়তে চান না প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদের মালিকানা ও সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।

রুহুর কবির রিজভী বলেন, ‘আজকে খবরের কাগজ খুললেই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের প্রাসাদ আর হোটেলের ছবি আমরা দেখতে পাই। কী পরিমাণ দুর্নীতি করলে মাত্র পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এরকম কোটি কোটি টাকার মালিক হতে পারে। নেতাদের এই অবৈধ সম্পত্তি রক্ষার জন্যেই প্রধানমন্ত্রী আজ ক্ষমতা ছাড়তে চান না।’

সরকারের টার্গেট হচ্ছে বিএনপিকে ধ্বংস করা, এ অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপিকে আতঙ্ক মনে করে বলেই সরকার আজ বিরোধী দলের নেতা-কর্মীদের দিয়ে দেশের সমস্ত কারাগার ভরেছে। বিএনপির নেতাদের গুম, খুন, হত্যার পরেও এই সরকারের আতঙ্ক যেন কাটছেই না। কিন্তু বিএনপি সরকারকে ভয় পায় না। আন্দোলন সংগ্রামের দল বিএনপি।’

প্রশাসন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে, প্রধান বিচারপতির এমন বক্তব্যের ফলে আওয়ামী লীগের নেতাদের গায়ের জ্বালা বেড়ে যাচ্ছে, মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি যখন সত্য কথা বলে আওয়ামী লীগের নেতাদের গায়ে জ্বালা শুরু হয়।’

গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বরকতউল্লাহ বুলু ও খায়রুল কবির খোকনকে মুক্ত করা হবে বলে জানিয়ে রুহুল করিব রিজভী বলেন, ‘সরকারের করুণা নয়, রাজপথে আন্দোলনের মাধ্যমে এই দুই নেতাকে মুক্ত করে সরকারের পতন তরান্বিত করা হবে।’ বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রে আওয়ামী লীগ জড়িত বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।   



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়