ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ওরফে মিলনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ভোরে মিঠাপুকুর উপজেলার ঘোড়াগাছ ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইউনিয়নের তেপানি পাইকারপাড়া গ্রামের আব্দুল মতিন ওরফে মিলনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা করা হয়। ২০০৮ সালের ১ জানুয়ারি মামলাটি করেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ভিপসো মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম। মামলার অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ১৭ মে। মামলাটি নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধিন ছিল। সাক্ষ্য প্রমাণ শেষে গত বছরের ২৬ এপ্রিল নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহাবুবুল আলম তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই মতিন পলাতক।

ডিবির ওসি জাহিদ চৌধুরী জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/রংপুর/১৯ মে ২০১৭/নজরুল মৃধা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়