ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ক্ষমতাসীন দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়’

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ক্ষমতাসীন দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়’

ঠাকুরগাঁও প্রতিনিধি : যখনই যে দল ক্ষমতায় যায়, সেই দল নির্বাচন পদ্ধতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যখনই যে দল ক্ষমতায় যায়, তখনই সেই দল নির্বাচন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চায়। আওয়ামী লীগের ক্ষেত্রেই সেটি সবচেয়ে বেশি করে প্রযোজ্য।’

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলের সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরিয়ে নিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা নির্বাচন করে ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত করে ভোটবিহীন সরকার গঠন করেছে।’ 

তিনি বলেন, ‘আমরা নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। সম্প্রতি যে অভিজ্ঞতা, যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেটি অবাধ নিরপেক্ষ সরকার হবে না।’ 

তিনি বলেন, ‘বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। অতীতের সব জড়তা, গ্লানি, ধুয়ে-মুছে ফেলে আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়। সেই কারণে দেশের মানুষের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ নির্ধারণ করেছেন। এই ভিশনে বিএনপির নেতা-কর্মীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আর সব কিছুর উপর নির্ভর করছে গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের উপস্থিতিতে সুষ্ঠু নির্বাচন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ। আগামী ২৪ মে ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।




রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৯ মে ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়