ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‌বিদ্যুৎ নি‌য়ে সরকার ধাপ্পাবা‌জি কর‌ছে : বিএন‌পি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‌বিদ্যুৎ নি‌য়ে সরকার ধাপ্পাবা‌জি কর‌ছে : বিএন‌পি

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বিদ্যুৎ উৎপাদনের কথা বলে সরকার জনগনকে ‘দূর্বিষহ লোডশেডিং’ উপহার দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তি‌নি ব‌লেছেন, 'কুইক রেন্টাল বিদ্যুৎ স্থাপন করে মূলত লুটপাটেরই সুযোগ দেয়া হয়েছে, আর কেটে নেয়া হয়েছে সাধারণ মানুষের পকেট। অনুন্নয়নের শরীরে প্রসাধনী মাখালেই উন্নয়ন হয় না। সেটি হয় ধাপ্পাবাজি। আওয়ামী লীগ সরকার সেই কাজটি করছে।'

মঙ্গলবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি  এ কথা ব‌লেন।

রিজভী বলেন, ‘ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মতো বড় বড় নগর ও শহরে ভয়াবহ লোডশেডিং হচ্ছে দফায় দফায়। গ্রামাঞ্চল ও মফস্বল শহরে লোডশেডিং হচ্ছে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা।’

‘আওয়ামী লীগ সরকার শুরু থেকেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কথা বলে জনগণের পকেট থেকে লক্ষ কোটি টাকা বের করে নিয়ে জনগনকে উপহার দিচ্ছে এই লোডশেডিং। জৈষ্ঠের খরতাপে মানুষের যখন স্বস্তি দরকার তখন দীর্ঘক্ষণ লোডশেডিং সরকারের উন্নয়নের জলজ্যান্ত উদাহরণ।’

বিদ্যুৎ উৎপাদন নিয়ে পিডিবি’র মিথ্যাচারের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বিদ্যুৎ সংকটে সারা দেশের মানুষের যখন ত্রাহি দশা তখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তার ওয়েবসাইটে দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। তাদের ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল ও এর আগের কয়েকদিন দেশে যে পরিমান বিদুৎ প্রয়োজন ছিলো, উৎপাদন হয়েছে তার চেয়ে বেশি।

‘পিডিবির ওয়েবসাইটে দেশে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২১ মে বিদ্যুতের চাহিদা ছিলো ৮ হাজার ৮’শ মেগাওয়াট, উৎপাদন ছিলো ৮ হাজার ৮৩০ মেগাওয়াট। ২০ মে চাহিদা ছিলো ৮ হাজার ৭’শ মেগাওয়াট, উৎপাদন ছিলো ৮ হাজার ৮১৯ মেগাওয়াট।’

পিডিবির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র বক্তব্যের ফারাক তুলে ধরে রিজভী বলেন, ‘প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আমরা দিতে পারবো না। এটা হতে আমাদের আরো ৩/৪ বছর লাগবে।’

রিজভী বলেন, ‘দেখুন সরকারের প্রতিষ্ঠান পিডিবি বিদ্যুৎ নিয়ে দিচ্ছে এরকম তথ্য, আর প্রতিমন্ত্রী বলছেন আরেকরকম কথা। পিডিবি’র এই তথ্য ডাহা মিথ্যাচার করছে, তারা জনগণকে ধোকা দিচ্ছে। আমরা সরকারের এহেন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সুলতানা আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৪ মে ২০১৭/‌রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়