ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজপথে নামার হুমকি গয়েশ্বরের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজপথে নামার হুমকি গয়েশ্বরের

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপিকে সভা-সমাবেশের অনুমতি দিতে সরকার সবসময় গড়িমসি করছে অভিযোগ তুলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপি রাজপথে নামলে সরকার টিকতে পারবে না বলেও মন্তব্য করেন দলটির এই নীতিনির্ধারক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এবং কারাগারে থাকা বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

বুধবারের সমাবেশের অনুমতি দিতে দেরি করায় এর সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা ধরেই নিয়েছি, বুধবারের সমাবেশে সরকার অনুমতি দেবে না। কিন্তু দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করব না।’

তিনি বলেন, ‘সরকারের সব ধরনের চোখ রাঙানি এবং তার আইন-শৃংখলা বাহিনীর সব ধরনের উস্কানি উপেক্ষা করে বিএনপি যেদিন রাজপথে নামবে, সেই দিন এই সরকার থাকবে না।’

সরকার প্রধানকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আন্দোলন করছি না, তার মানে এই নয় যে আমরা জাতির কাছে ওয়াদা করেছি; কিংবা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ যে, আমরা কোনোদিন আন্দোলন করব না।’

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে দলটির এই নীতিনির্ধারক বলেন, ‘বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে যাবে তবে কোনোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নয়। তার অধীনে কোনো প্রহসনের নির্বাচনে বিএনপি কখনো অংশ নেবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়