ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘পতনের আশঙ্কায় সমাবেশের অধিকার বন্দি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পতনের আশঙ্কায় সমাবেশের অধিকার বন্দি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার ক্ষমতা হারানোর আশঙ্কায় বিএনপিকে সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকার পালন করতে দেয় না বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার একক কর্তৃত্বের অধীনে দুঃশাসন চালিয়ে ক্ষমতা ভোগ করছে। ক্ষমতার উচ্চ বলয় থেকে পতন হওয়ার আশঙ্কায় বিরোধী দলের সভা-সমাবেশ করার সকল গণতান্ত্রিক অধিকারকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছে। কারণ বিরোধী দলের সভা-সমাবেশ থেকে সরকারবিরোধী সমালোচনাতেও আওয়ামী সরকার বিচলিত হয়ে ওঠে।’

ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সরকার পুলিশকে ব্যবহার করে বিএনপিকে বিপর্যস্ত করতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় সংগঠনে পরিণত করে বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করতে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশি অনুমতির ওপর নির্ভরশীল। গণতন্ত্রকে পুলিশের ইচ্ছাধীন করা হয়েছে।’বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়াতে আবারো প্রমাণিত হলো খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ যে হানা দিয়েছিল, সেটি সরকার প্রধানের নির্দেশেই পূর্বপরিকল্পিত নীল-নকশার অংশ।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মহিউদ্দিনকে বুধবার রাতে রাজধানীর আরামবাগ বাস কাউন্টারের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

তিনি অবিলম্বে শেখ মহিউদ্দিনকে সুস্থ শরীরে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানান।




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়