ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আ.লীগে অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন হবে না

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগে অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন হবে না

নিজস্ব প্রতিবেদক: দলে অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়নের জন্য জেলার নেতাদের হাতে সদস্য ফর্ম তুলে দেন। এ সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে দলের ভেতরে (আওয়ামী লীগে) বিভিন্ন দল থেকে যাদের অনুপ্রবেশ হয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। দলে যেন পরগাছা প্রবেশ করতে না পারে সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাই-বাছাই করতে হবে।’

একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম’র দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে আমরা এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি জোরালোভাবে তুলে ধরব।’

আওয়ামী লীগ বিচার বিভাগ করায়ত্ত করতে চায় বিএনপির এমন মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিচার বিভাগ তো বিএনপিই করায়ত্ত করেছিল। তারা ক্ষমতায় থাকতে একজন শিক্ষককে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছিল এটা সবার জানা। তত্ত্বাবধায়ক সরকার করতে বিএনপি বিচারপতি কেএম হাসানের বয়স বাড়িয়েছিল।’

এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/নৃপেন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়