ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিএনপি নেতাদের হত্যার মিশনে সরকার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি নেতাদের হত্যার মিশনে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখতে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যার মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

বৃহস্পতিবার রাত ১০টায় মিঠুর কার্যালয়ে ঢুকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করে।

রাতের আঁধারে মিঠুর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এই মর্মস্পর্শী ও পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্থানে পরিণত করা হয়েছে। শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে মানুষ হত্যার মহাযজ্ঞ যেন থামছেই না।’

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির সংস্কৃতি। এই সরকার বিএনপির বলিষ্ঠ নেতা-কর্মীদের বেছে বেছে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হলেন সরদার আলাউদ্দিন মিঠু। মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।’

খালেদা জিয়া বলেন, ‘সরকারের বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে এবং কেউ সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। দুর্বিনীত অনাচার ও প্রতিদিন হত্যাকাণ্ড সংঘটিত করে দেশকে এক মহাদুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী।’

নিহত সরদার আলাউদ্দিন মিঠুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকর্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় ধিক্কার ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিঠু বিএনপির একজন বলিষ্ঠ নেতা হওয়ায় তাকে প্রতিহিংসাবশত পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। সরকারের মদদেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’

বিএনপি মহাসচিব অবিলম্বে মিঠুকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়