ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়া যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স দল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স দল

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দল থেকে বাদ পড়া ও উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়ার সফরে যাচ্ছে।

এই সফরের জন্য রোববার ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। দলে আছেন এনামুল হক বিজয় আছে, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজু মতো অভিজ্ঞ খেলোয়াড়ও।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা ১৬ জনের একটা দল দিয়েছি। এটা অস্ট্রেলিয়া যাচ্ছে। এখানে তিন দিনের ম্যাচ খেলবে। পাঁচটা ওয়ানডে ম্যাচ খেলবে। আমরা দুটি জিনিস নিয়ে এখানে কাজ করছি। একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, আরেকটা ডেভলপমেন্ট স্কোয়াড। ওই হিসেবেই আমরা খেলোয়াড় দিয়েছি।’

এই সফর থেকে ভালো কিছুর আশা প্রধান নির্বাচকের, ‘অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে ডেকেছি। তার মধ্যে এনামুল হক বিজয় আছে, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজু আছে। কিছু ডেভলপিং ক্রিকেটারও আছে। ভালো একটা কম্বিনেশন দাঁড় করিয়েছি। আশা করছি, এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাব। যেটা আমরা জাতীয় দল, ‘এ’ দলে কাজে লাগাতে পারব।’

সব ম্যাচই হবে ডারউইনে। হাই পারফরম্যান্স দল কাদের বিপক্ষে খেলবে, সেটাও জানালেন নান্নু, ‘ডারউইনে ম্যাচ আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় যখন মৌসুম শেষ হয় তখন ডারউইনে মৌসুম শুরু হয়। তখন ওখানে অনেক খেলোয়াড় এসে খেলে। ওখান থেকে খেলোয়াড় বাছাই করে একটা দল গড়ে ওরা আমাদের সঙ্গে খেলবে। আমার মনে হয় বেশ ভালো কিছু প্রথম শ্রেণির ক্রিকেটার থাকবে। যেটা আমাদের খেলোয়াড়দের জন্য একটা বড় অভিজ্ঞতা হবে।’

আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এরপর বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। এর আগে বিসিবি কিছু খেলোয়াড়কে পরখ করে নিতে চাই বলে জানালেন প্রধান নির্বাচক, ‘সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। কিছু খেলোয়াড়কে দেখার আছে। হোমে টেস্ট ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের খেলা আছে। বড় সিরিজ আছে ব্যাক টু ব্যাক। সে হিসাব মাথায় রেখেই কিছু খেলোয়াড়কে দেখব।’

হাই পারফরম্যান্স দল নিয়ে বেশ আশাবাদী নান্নু, ‘এইচপির এই দলটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কিছু দরকার আছে দলে। ওইগুলো যেন আমরা পরিপূর্ণ করতে পারি। ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ১/২ বছরের মধ্যে কিছু খেলোয়াড়কে জাতীয় দল, ‘এ’ দলের জন্য চাই। ওই ধরনের খেলোয়াড় রেখেছি। এই কম্বিনেশনটা প্রস্তুত করেই আমরা ১৬ জনের স্কোয়াডটা দিয়েছি।’

প্রধান নির্বাচক জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ১০ জুলাই ফিটনেস ক্যাম্পের জন্য ২৯ জনের প্রাথমিক দল দেবেন তারা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়