ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বাড়ি ভাঙা বেআইনি’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাড়ি ভাঙা বেআইনি’

নিজস্ব প্রতিবেদক : রাউজকের অভিযানে গুলশানের বাড়ি ভাঙা শুরু করাকে বেআইনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার বাড়ি ভাঙার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আদালতের কোনো নির্দেশ নাই এবং কোনো নোটিশও নাই। যা করছে, সবই তারা গায়ের জোরে করছে। আইনের চাইতে এখন শক্তি বেশি কার্যকর।’

তিনি বলেন, ‘বাড়িটি নিয়ে একটা রিট পিটিশন হাইকোর্টে বিচারাধীন আছে, যেটা ২ জুলাই শুনানি হওয়ার কথা। আরেকটা টাইটেল স্যুট ফাইল করেছি নিচের কোর্টে, সেটাও পেন্ডিং আছে শুনানির জন্যে। আমি মনে করি আদালতের বিচারাধীন অবস্থায় এ ধরনের অভিযান সম্পূর্ণভাবে আদালতের প্রতি চরম অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়।’

মওদুদ আহমদ বলেন, ‘সরকার মানুষের ন্যূনতম মৌলিক অধিকারেও বিশ্বাস করে না। সরকার প্রমাণ করেছে, তাদের কাছে ন্যায়নীতি, আইন, সংবিধান এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘বাড়িটিতে এখনো আমার ৪৪টি আইটেমের জিনিসপত্র আছে। তার মধ্যে এয়ার কন্ডিশনার, আমার ১০০ বছরের পুরোনো ঝাড়বাতিসহ অনেক মূল্যবান সম্পদ এখনো ওই বাড়িতেই আছে। এখানকার সম্পদগুলো আমার সম্পদ, এগুলো রাজউকের না।’

তিনি বলেন, ‘আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার ব্যক্তিগত লাইব্রেরি। আমি দাবি করছি, বাংলাদেশের হয়ত কোনো রাজনীতিবিদের এত বড় ব্যক্তিগত কালেকশন নেই। এখানে অনেক ধরনের বই রয়েছে। অনেক কষ্ট করে গত ৫০-৬০ বছর যাবত আমি এগুলো সংগ্রহ করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম- আমাদের অনেকগুলো মালামাল জিনিসপত্র পড়ে আছে, যা আমরা এখনো আদালতে সাপ্লিমেন্টারি এক্টিভিটিস করে রেখেছি। কিন্তু তারা তা শোনেনি।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়