ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি নেতাদের ঈদ কাটবে যেখানে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নেতাদের ঈদ কাটবে যেখানে

এস কে রেজা পারভেজ : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পর্ক বাড়াতে এবারের ঈদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি।

নেত্রীর নির্দেশনা এবং নির্বাচনী এলাকায় নিজের প্রভাব ও অপিরহার্যতা প্রমাণে এবার বিএনপির বেশিরভাগ নেতাই ঢাকার পরিবর্তে ঈদ করবেন এলাকায়। যারা ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন‌্য রাজধানীতে থাকছেন, তারাও আনুষ্ঠানিকতা সেরে ছুটে যাবেন এলাকায়। সেখানে কয়েকদিন থেকে চালাবেন জনমত সৃষ্টির কাজ। কেন্দ্র থেকেও সেভাবে নির্দেশনা দেওয়া আছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস‌্য শায়রুল কবির খান জানিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের পরপরই এলাকার উদ্দেশে  ঢাকা ছাড়বেন। আর অনেকে ঈদের আগেই যাবেন এলাকায়। যদিও কেন্দ্রীয় নেতারা নিজের এলাকায় এরই মধ‌্যে নেতা-কর্মীদের নিয়ে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

নেতাদের পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ায় ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে, ড. আব্দুল মঈন খান নরসিংদী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন।

স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন সকালে তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ঢাকা চেয়ারপারসনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ঢাকায় ঈদ করে পরের দিন নোয়াখালী নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার, মাহবুবুর রহমান শামীম, কাদের গনি চৌধুরী। নির্বাচনী এলাকা নোয়াখালীতে ঈদ করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভাইস চেয়ারম‌্যান সেলিমা রহমান ঢাকায়, শাহজাহান ওমর নোয়াখালীতে, এ জেড এম জাহিদ হোসেন ময়মনসিংহে, আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, শামসুজ্জামান দুদু ঢাকায় ঈদ করবেন।

এদিকে উপদেষ্টাদের মধ‌্যে আমান উল্লাহ আমান ঢাকায়, আবুল খায়ের ভুইয়া লক্ষীপুরে, খন্দকার আবুল মোক্তাদির সিলেটে ঈদ করবেন।

এ ছাড়া কেন্দ্রীয় নেতা শওকত মাহমুদ কুমিল্লায়, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, হারুনুর রশিদ চাপাইনবাবগঞ্জ, খায়রুল কবির খোকন নরসিংদীতে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ, ডা. সাখাওয়াত হোসেন জীবন সিলেটে, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনায়, শফিউল বারী বাবু লক্ষীপুর, তাইফুল ইসলাম টিপু নাটোরের লালপুরে, মাহবুবুল হাসান ভূইয়া ফরিদপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ করবেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে ঢাকায় ঈদ করবেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সাবিহউদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ঢাকায় ঈদ করবেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ অনেকেই ঢাকায় ঈদ করবেন।

কারাগারে ঈদ যাদের : বিগত বছরের তুলনায় এবার কারাগারে ঈদ করা বিএনপির নেতাদের সংখ্যা কিছুটা কম। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেশ কয়েক বছর ধরেই কারাবন্দিদের সঙ্গে ঈদ করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীসহ তৃণমূলের অনেক নেতা-কর্মী এবার কারাগারে ঈদ করবেন।

এদিকে ঢাকার প্রাক্তন মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সপরিবারে তিনি সেখানেই ঈদ উদযাপন করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়