ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দেশ অন্ধকারের দিকেই জেগে উঠেছে’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশ অন্ধকারের দিকেই জেগে উঠেছে’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আলোর দিকে নয় বরং অন্ধকারের দিকেই জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ কোন দিক থেকে জেগে উঠেছে তা জনগণ জানে না। জনগণ শুধু শাসক গোষ্ঠীকেই জেগে উঠতে দেখেছে।’

তিনি বলেন, ‘তারা (ক্ষমতাসীন) জেগেছেন, অর্থে-বিত্তে প্রতিষ্ঠিত হয়েছেন। বহু কল-কারখানার মালিক হয়েছেন, ব্যাংক-বীমার মালিক হয়েছেন, কানাডাতে বেগমগঞ্জ পল্লী তৈরি করেছেন, মালয়েশিয়াতে সেকেন্ডহোম তারা তৈরি করেছেন। আমরা মনে করি, বাংলাদেশ আলোর দিকে নয় বরং অন্ধকারের দিকেই জেগে উঠেছে।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল বলেছেন- বাংলাদেশের হারানো মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা বলতে চাই, প্রথমবার বাকশালে গুম, খুন আর বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে মর্যাদা অর্জন করেছিল, সেটি বর্তমানে দ্বিতীয় বারের বাকশালে পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ ‘ছায়ান্ধকার, নিস্তরঙ্গ, নিশ্চল ও আতঙ্কময় হয়ে উঠেছে। জনপ্রতিনিধিরা নয়, পুলিশ এখন জনগণের ভাগ্য নিয়ন্ত্রক।’

ক্ষমতাসীনরা মিথ্যাচারের মাধ্যমে অন্যায়কে আড়াল করছে’ বলেও অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়