ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কীর্তনখোলার পানির গুণগত ক্ষতি হয়নি

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কীর্তনখোলার পানির গুণগত ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনায় পড়ে প্রায় ১৯ হাজার লিটার ডিজেল মিশে গেলেও পানির গুণগত মাণের ক্ষতি হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ রোববার বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম নদীর পানি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল জানান, পড়ে যাওয়া তেলের কিছু অংশ সাধারণ মানুষ সংগ্রহ করেছেন। বাকি অংশ জোয়ার-ভাটার কারণে দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছে। বর্তমানে নদীর পানিতে তেলের উপস্থিতি নেই। তাই এ অবস্থায় উদ্বিগ্ন হাওয়ার কারণ নেই বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্যাংকার ‘এমটি ফজর’ থেকে ১৮ হাজার ৬৬৬ লিটার ডিজেল নদীতে পড়েছে বলে জানিয়েছেন বরিশাল যমুনা অয়েল ডিপোর ম্যানেজার ফকরুল আহসান।

গত শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকার এমটি ফজরের সঙ্গে ফ্লাইএ্যাশ বোঝাই একটি কার্গোর সংঘর্ষ হয়। এতে দুটি নৌযানই ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলবাহী জাহাজটি থেকে হাজার হাজার লিটার ডিজেল বের হয়ে নদীতে ছড়িয়ে পড়ে। এলাকার শত শত লোক ওই তেল সংগ্রহ করেছেন। 

নদী থেকে দ্রুত ডিজেল অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান পরিবেশবিদরা। তা না হলে পরিবেশ ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করেন তারা।



রাইজিংবিডি/বরিশাল/১৬ জুলাই ২০১৭/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়