ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়ার লন্ডন সফর’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়ার লন্ডন সফর’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়্যারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার দলীয় লোকজন অপপ্রচার চালাচ্ছে। খালেদা জিয়ার লন্ডন সফর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের পরাজয় অনিবার্য। এই দেশে ফ্যাসিবাদী, স্বৈরাচার সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি বর্তমান সরকার ও পারবে না। এটা তারা জেনেই খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার দলীয় লোকজনের অপপ্রচারের জবাব আমরা দেব আগামী সংসদ নির্বাচনে সহায়ক সরকারের অধীনে এই সরকারকে পরাজয়ের মাধ্যমে। নির্যাতন, হামলা, মামলা সকল কিছুর জবাব দেওয়া হবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আন্দোলন চাই না। আমাদের প্রথম পছন্দ আলোচনা আর দ্বিতীয়টি হল সরকার যদি আলোচনা করতে ব্যর্থ হয়ে বাধ্য করে তাহলে আমরা আন্দোলনকেই বেছে নেব।’

নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রাক্তন এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,  স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করার জন্য।’

আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়