ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন করতে দেবে না : ফখরুল

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন করতে দেবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সহজে সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন করতে দেবে না। আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে বাধ্য করতে হবে।

বুধবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচন অবশ্যই সহায়ক সরকারের অধীনে হতে হবে। আমরা বারবার বলছি- সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। এটা জনগণের দাবি। আওয়ামী লীগ তাদের সুবিধার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।’

এদিকে অনুষ্ঠান চলাকালে মির্জা ফখরুলের উপস্থিতিতে নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন।

 

 

 

রাইজিংবিডি/বরিশাল/২৬ জুলাই ২০১৭/জে. খান স্বপন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়