ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্গত এলাকায় ১৪ দলের ত্রাণ টিম যাচ্ছে ২৮ জুলাই

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্গত এলাকায় ১৪ দলের ত্রাণ টিম যাচ্ছে ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় আগামী ২৮ জুলাই কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে ত্রাণ তৎপরতা চালাতে টিম যাচ্ছে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এই টিমের নেতৃত্ব দেবেন।

বুধবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস কে শিকদার ও তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী।

প্রতিনিধিদল আগামী ২৮ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলা, ২৯ জুলাই চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা এবং ৩০ জুলাই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ত্রাণ বিতরণ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়