ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। আমরা চাই নির্বাচন যখনই হউক, এটি যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের স্মরণে এ স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

এমাজউদ্দীন বলেন, ‘সুন্দর নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এটা বিশ্বের কোনো দেশেই নেই। এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর। এজন্য বলব-সুন্দর নির্বাচনের জন্য এখন সম্পূর্ণ দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। জাতি তার দিকেই তাকিয়ে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমাজউদ্দীন বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভূমিকার ওপর। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার আবহ তৈরি করুন। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষের মধ্যে গণতান্ত্রিক আবহ তৈরি করা দরকার। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হলে আপনার সুনাম বাড়বে।’

আলোচনায় অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনায় বসছে না। তারা বক্তব্য দিচ্ছেন সহায়ক সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বাজে বক্তৃতা। আলোচনা ছাড়া গণতন্ত্র আসবে না।’

সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘বিএনপি কী সহায়ক সরকারের রূপরেখা দেবে সেটার দিকেই আমরা তাকিয়ে আছি। সহায়ক সরকারের ঘোষণা দেওয়াটা বড় কথা নয়, এর দাবি আদায়টাই হচ্ছে বড়।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-প্রফেসর ছদরুল আমিন, প্রফেসর আক্তার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল লতিফ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন-সংগঠনের সদস্য সচিব ডা. এ জেএম জাহিদ হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়