ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে জয়দেবপুর-কাপাসিয়া সড়কের হানকাটা এলাকায় বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে কর্মসূচির সূচনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুর রোটারি ক্লাব অব ভাওয়ালের সভাপতি আজহারুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ভাঙ্গী, সংগঠনের সদস্য ডা. রজত কুমার পাল, ইমতিয়াজ সাজু, মো. জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্লাবের সম্পাদক মো. মাসুদ আলম ভাঙ্গী জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বনায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এ ক্লাব বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করণের উদ্যোগে নেয়। এর আওতায় জয়দেবপুর-কাপাসিয়া সড়কের দুপাশে দুইশ’ গাছের চারা এবং সুকুন্দি বিলের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

রাইজিংবিডি/ গাজীপুর / ১১ আগস্ট ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়