ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রায় পরিবর্তনে চাপ দিচ্ছে সরকার’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রায় পরিবর্তনে চাপ দিচ্ছে সরকার’

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আদালতের দেওয়া রায় পরিবর্তনে সরকার বিচার বিভাগের ওপর ‘চাপ প্রয়োগ’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের জন্য বিচারপতি ও বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে।’

তিনি আরো বলেন, ‘সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন সেটা কোনো রাজনৈতিক ভাষা নয়। গণতান্ত্রিক ভাষাও নয়। এ ভাষা হচ্ছে সন্ত্রাস ও সহিংস। অবশ্য এই ভাষায় কথা বলা তাদের চরিত্রও বটে।’

বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে ক্ষমতাসীনদের রাজপথে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। ক্ষমতার চেয়ারে বসে ও চারপাশে নিরাপত্তা বেষ্টনী রেখে অনেক কথা বলা যায়। ক্ষমতা ছেড়ে নেমে আসুন দেখুন দেশের জনগণ কাদের পাশে দাঁড়ায়?’

গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। শনিবার রাতে প্রধান বিচারপতি এস কে সিনহার বাসায় গিয়ে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি নৈশভোজে অংশ নিয়েছেন। এতে আমরা (বিএনপি) বিস্মিত হয়েছি। কারণ ইতিমধ্যে এরাই (আওয়ামী লীগ) প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে সন্ত্রাস ও সংঘাতের ভাষায় কথা বলেছে।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীনদের নেতিবাচক মন্তব‌্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। কারণ খালেদা জিয়া কারও সঙ্গে আপোষ করেন না।’

সরকার গণতন্ত্র ধ্বংস করতে ‘ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে তিনি ছাত্রদল নেতা-কর্মীদের ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়